মানুষ রুপী পশু ! [ Dual Version ]


ভার্শন – ০১

তুমি আমায় মানুষ বলছো?
আমি তো মানুষ না,
মানুষ রুপী পশু !

তুমি যাকে ভালোবাসা বলছো,
সেটা মোটেই ভালোবাসা ছিল না !

সেটা ছিল নিতান্তই-
পশুর ক্ষুধা নিবারণ!

তুমি বড্ড বোকা,
আসলেই !
তুমি বড্ড বোকা !

তুমি কামনা আর ভালোবাসার-
তফাৎটাই বুঝলে না এখনও !

কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।

কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র !
আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ।

যেদিন তোমায়-
হৃদয় দিয়ে ভালোবাসতে পারবো,
সেদিনই আমায় মানুষ বলো !

——————————————————————–

ভার্শন – ০২

আমি আমায় মানুষ বলবো?
তুমি তো মানুষ না,
তুমি মানুষ রুপী পশু !

তুমি যাকে ভালোবাসা বলছো,
সেটা মোটেই ভালোবাসা ছিল না !

সেটা ছিল নিতান্তই-
পশুর ক্ষুধা নিবারণ!

আমি বড্ড বোকা !
কারণ?
আমি তোমায় ভালোবেসেছিলাম !

তুমি কামনা আর ভালোবাসার-
তফাৎটাই বুঝলে না এখনও !

কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।

কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র !
আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ।

যেদিন আমায়-
হৃদয় দিয়ে ভালোবাসতে পারবে,
সেদিনই তোমায় মানুষ বলবো !

– একজন আরমান
৩০/০১/২০১৩
রাত ০৯:৫১:৪৩

About একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!
This entry was posted in আমার কবিতা সমগ্র. Bookmark the permalink.

2 Responses to মানুষ রুপী পশু ! [ Dual Version ]

  1. আফ্রি বলেছেন:

    বাহ ! সুন্দর খেলেছ আমি – তুমি নিয়ে … লিখতে থাকো থেমো না 🙂

মন্তব্য করুন