আমি হয়তো মানুষ নই


লোকে আমায় দেখে মানুষ ভাবে।

আমি হয়তো মানুষ নই,

পশু কিংবা পাখিও নই,

আমি হয়তো আমি নই!

আমি হয়তো আকাশ নই,

বাতাস কিংবা ঝড় নই,

তোমার খোঁপার ফুলও নই,

কিংবা চোখের কাজল নই!

প্রান থাকলে প্রাণী হয়

মন থাকলে মানুষ

আমার হয়তো

কিছুই নেই!

আমি হয়তো মানুষ নই!

About একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!
This entry was posted in আমার কবিতা সমগ্র and tagged , . Bookmark the permalink.

মন্তব্য করুন