|| উন্মাদনা, আকুলতা ও বিষাদ ||


দুর্বোধ্য তোমায় আবিস্কারের নেশা ছিল আজন্মের,
পাবার আকুলতা বুঝি ব্যাকুল করে দিয়েছিল।
কিন্তু –
অসম ভালোবাসা পূর্ণতা পায় না কখনো।

স্তব্ধ পৃথিবী ব্যাকুল চেয়ে রয়,
হয়তো তারা নীরব দর্শক হতে চায়
কোন এক মহাকাব্যের।
মাঝে মাঝে তারা মুচকি হাসে,
কিংবা কখনো করে কটূক্তি !

তবুও এ ছুটে চলা থেমে থাকে না,
হয়তো নিস্ফল হবে এই ছুটে চলা।
আর পৃথিবী?
সে হয়তো কোন এক ক্ষণে
মুচকি হেসে জিজ্ঞেস করবে
কেমন আছো কবি?

তখন হয়তো
বিষাদের পেয়ালাতে চুমুক দিয়েও বলবো
ভালো আছি !

– একজন আরমান
০৭/০৯/২০১৩
রাত ০২:২০:৩৯

About একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!
This entry was posted in আমার কবিতা সমগ্র. Bookmark the permalink.

2 Responses to || উন্মাদনা, আকুলতা ও বিষাদ ||

  1. asma বলেছেন:

    darun…really awesome

মন্তব্য করুন