|| অসভ্য ||


শ্যাওলা ধরা মনে
বাসা বাঁধে অভিমানের দল।
কষ্টগুলো জমাট বেঁধে
শক্ত হুয় কংক্রিটের মতো।

নাগরিক গতিময় এ শহরে
কে রাখে কার খোঁজ?
কে বাঁচে কে মরে
নাও কি তার খোঁজ?

সভ্য এ নগরীতে হিপোক্রেটদের
প্রয়োজনীয়তাই বুঝি বড্ড বেশি !
সত্যির কোন ঠাই নেই এখানে।
সত্যি বলতে চাও?
তুমি তো দেখি সভ্য নগরীর
অসভ্য নাগরিক !

যান্ত্রিকতা ছাড়া তুমি এখানে কি করো?
আবেগের ফেরিওয়ালা নাকি তুমি?
তুমি তো আসলেই অনেক পুরনো।
তোমার এখানে কাজ কি?

তোমার অবস্থান হওয়া উচিত
ওই জীর্ণ মিউজিয়াম !

-একজন আরমান
১৫/০৮/২০১৩
রাত ০২: ২৩: ২৭

About একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!
This entry was posted in আমার কবিতা সমগ্র. Bookmark the permalink.

2 Responses to || অসভ্য ||

  1. নিশিথের নিশাচর বলেছেন:

    কিছু সত্য কথা ।
    নাগরিক গতিময় এ শহরে
    কে রাখে কার খোঁজ?
    কে বাঁচে কে মরে
    নাও কি তার খোঁজ?

মন্তব্য করুন