ফেইসবুক স্ট্যাটাসঃ অনু-কাব্য ছোড়াছুড়ি


আমিঃ
জল পড়ে পাতা নড়ে,
পাতায় পাতায় হিয়া,
তুমি না করিলে আমায়,
কে করিবে বিয়া???

রাইসুল সাগর ভাইঃ
বেশি আবার নাড়িও না
তোমার হিয়া,
শেষ মেষ পড়বা তুমি
ডোবায় গিয়া।

আমিঃ
ওহে দাদা ডোবায় পড়ি,
বা নর্দমায়-ই পড়ি,
যেখানেই পড়ি না কেন,
তাকেই যে বড় বেশী ভালোবাসি।।

রাইসুল সাগর ভাইঃ 
হারাইছো কত টাকা কড়ি?

আমিঃ
পকেটে ছিল না কোন টাকা,
আমার মানিব্যাগ এখনও ফাকা,
ব্যাংক একাউনট করে হা হা।।

রাইসুল সাগর ভাইঃ
মানি ব্যাগটা তোমার ছিল খালি,
ঝাড় দিলেই, ঝরত বালি,
তাইতো চইল্লা গেছে
তোমার মনের ফুলকলি।

আমিঃ
যখন পকেট ফাঁকা,
তখন আমি একা,
যখন পকেট ভরা,
তখন আর থাকি না একা,
মজার এ এক খেলা,
তাইতো চাই আমি টাকা।।

রাইসুল সাগর ভাইঃ
তোমার যদি হয়ও টাকা
তবু তুমি থাকবে এ’কা,
যে জন আসে টাকা দেখে
নয়ত সেযে সঠিক প্রেমি-কা।

আমিঃ
এতক্ষনে বলেছেন খাঁটি একটা কথা,
ভালোবাসা নয়তো বিক্রির পণ্য,
তাইতো আমি ভালোবাসার জন্য হয়েছি হন্ন।।

রাইসুল সাগর ভাইঃ
এতো বেশি হয়ো নাকো
ভালোবাসার হন্ন,
ছেকা খাইয়া হইয়া
যাইবা শেষে বন্য।

আমিঃ
ছেঁকা আমি খেয়েছি,
চরম ব্যাথা পেয়েছি।।

রাইসুল সাগর ভাইঃ
ছেঁকা খাইয়াও দেখি তোমার
হয় নাইকো শিক্ষা,
বুঝছি এইবার, খুব জরুরি
দিতে হবে আমায় দিক্ষা।

আমিঃ
মেনে নিলাম আপনাকে আমার গুরু,
তো করে দিন এবার শুরু।।

উৎসর্গঃ
রাইসুল সাগর ভাই
তানিয়া হাসান খান আপু
শ্রাবণ জল আপু
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপু

About একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!
This entry was posted in অণু-কাব্য. Bookmark the permalink.

8 Responses to ফেইসবুক স্ট্যাটাসঃ অনু-কাব্য ছোড়াছুড়ি

  1. fatin arfi বলেছেন:

    chomotkarrrrrrrrrrrrrrrrrrr

  2. oputanvir বলেছেন:

    চলে এলাম এখানেও !!

  3. sujonmax বলেছেন:

    সুন্দর কাব্য আলাপ

mir abir এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল