ভালবাসা দিবস ও এর তাৎপর্যঃ


ভালবাসা প্রত্যেক মানুষের একটি মৌলিক চাহিদা। ভালবাসা ছাড়া এই পৃথিবীতে কোন মানুষ ই বেঁচে থাকতে পারে না। কিন্তু এর মানে এই নয় যে বছরের বিশেষ কোন দিন শুধুমাত্র গার্ল ফ্রেন্ড কে নিয়ে ডেট এ যাওয়া বা স্ত্রীকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ানো। 

ভালবাসার জন্য কোন স্পেশাল দিন এর প্রয়োজন নেই। ভালবাসা কোন একজন মানুষের জন্য নয়, বরং ভালবাসা সবসময়ের এবং সবার জন্য। হ্যাঁ, তবে এটা ঠিক যে সবার জন্য একই রকম ভালবাসা নয়। প্রত্যেক মানুষের জন্য ভালবাসার আলাদা আলাদা ভাগ থাকে। যেমন, বাবা-মা’র জন্য এক রকম ভালবাসা, ভাই-বোনে’র জন্য এক রকম ভালবাসা, স্ত্রী/প্রেমের মানুষের জন্য এক রকম ভালবাসা, ছেলে-মেয়ে’র জন্য এক রকম ভালবাসা, বন্ধুদের জন্য এক রকম ভালবাসা ইত্যাদি।

সুতরাং, ভালবাসা দিবস এর আলাদা কোন তাৎপর্য আছে বলে আমি মনে করি না। ভালবাসা দিবস পাশ্চাত্য সংস্কৃতির একটি অংশ মাত্র। এটা আমাদের সংস্কৃতির বাইরে, তাই আমাদের এটা অনুকরণ করা উচিত নয়।

About একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!
This entry was posted in সমসাময়িক. Bookmark the permalink.

4 Responses to ভালবাসা দিবস ও এর তাৎপর্যঃ

  1. Jol Kona বলেছেন:

    ei kotha ta jodi sobai bujto taile to hoiciloi…!!!!

Jol Kona এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল